পাহাড় থেকে শীতের হাওয়া
আসে ধীরে ধীরে
গরিব ছেলে মাকে বলে
কাপড় গেছে ছিঁড়ে।
সন্ধ্যা হলে ঘরে ঘরে
কুয়াশা দেয় হানা
শীত তাড়াবার ফন্দিটুকু
নেই ছেলেটার জানা।
গাঁয়ের যত ছেলেমেয়ে
মিলল হাতে হাতে
গরিব ছেলের শীতের জামা
বিলিয়ে দিল রাতে।
হাতে হাতে হাত মেলালো
প্রাণে প্রাণে প্রাণ
উঠলো গেয়ে সুরে সুরে
শীত তাড়ানোর গান।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এএ
ইচ্ছেঘুড়ি
শীত তাড়ানোর গান | বিএম বরকতউল্লাহ্
ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।