শীত এলো রে শীত
গাইছে দোয়েল গীত
টুনটুনিটাও উঠছে গেয়ে
শীতেরই সংগীত।
শিশির পড়ে, চুপ-
টাপুর টুপুর টুপ,
মধ্যরাতে বাজে নুপূর
এই তো শীতের রূপ।
জবুথবু দাদুর
গায় জড়ানো মাদুর,
মাদুর গায়ে হাঁটছে দাদু
লাগছে যেন বাদুড়!
খেজুর গাছে রস
মিষ্টি কী টস টস
ফোটায় ফোটায় ভরে হাড়ি
এক তিন পাঁচ দশ।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এএ
ইচ্ছেঘুড়ি
শীত এলো | শাহাদাৎ শাহেদ
ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।