কাঁপছে শীতে বুড়ো বুড়ি
শীতের জামা নেই
মাঝে মাঝে শীতকাঁপনে
হারিয়ে ফেলে খেই।
পাড়ায় ছিল দুষ্টুর দল
আঁটলো এমন ফন্দি
বুড়ো বুড়ি থাকবে কেনো
শীতের খাঁচায় বন্দি?
আয় তো দেখি কিছু করি
বুড়ো বুড়িদের জন্য
হতে পারি দুষ্টু পাজি
নয় তো আমরা বন্য।
বাড়ি বাড়ি ঘুরে ঘুরে
শীতের জামা তুলে
বিলিয়ে দিলো হাতে হাতে
দুষ্টুমিটা ভুলে।
বুড়ো বুড়ির আদর দোয়ায়
দুষ্টুরা হয় ভালো
ভালো কাজে মত্ত থেকে
ছড়িয়ে দিল আলো।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এএ