শিশির ভেজা সবুজ ঘাসে
শীতের ছবি আঁকা,
সেই ছবিটি যতন করে
মনের ফ্রেমে রাখা।
কী অপরূপ শীতের ছবি
মনটাকে দেয় দোলা,
হাড় কাঁপানো শীত ঋতুটা
যায় কি কভু ভোলা।
রোদ ঝলমল সরষে ফুলে
সোনালি রোদ হাসে,
পিঠা-পুলির উৎসবে সব
খুশির বানে ভাসে।
চির সবুজ বাংলা আমার
অপার মায়ায় ঘেরা,
যতো দেখি অবাক লাগে
শীত ঋতুটাই সেরা।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এএ
ইচ্ছেঘুড়ি
শীতের ছবি | আজিম হোসেন
ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।