হিম হিম কনকনে কী-যে দারুণ শীত
কাঁথা কম্বল গায়ে মুড়ে গায় দাদা গীত।
ক্ষেত ভরা সোনা রঙের পাকা ধানের ঘ্রাণ
আনন্দে মেতে ওঠে চাষীদের প্রাণ।
ঘরে ঘরে ঢেঁকি নাচে সকাল দুপুর সাঁঝে
ঝুমুর ঝুমুর কৃষাণবধূর নূপুর চুড়ি বাজে।
খাল বিল নদী নালায় জলের পরে টান
ছেলে-মেয়ে মাছ ধরতে গাঁয়ে খুশির বান।
খেজুরের গাছে গাছে ঝুলে রসের হাড়ি
প্রিয়জন শহর থেকে ফিরে গ্রামের বাড়ি।
পিঠা পুলি ক্ষীর পায়েস খেজুরের গুড়ে
পৌষের মেলা যে আর নয় বহু দূরে।
ফুটপাতে কত শিশু কাঁপে থরথর
বস্ত্র বিহীন থাকে তারা রাত-দিনভর।
এসো ওগো মিলেমিশে করি তাদের আদর
মুক্ত হাতে দিই বিলিয়ে ভালোবাসার চাদর।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা; জানুয়ারি ১৮, ২০১৬
আইএ