শীতের ডাকে সাড়া দিয়ে ফুটলো গাঁদা ফুল
মধু খেতে সরষে ক্ষেতে মৌমাছি মশগুল।
খেজুর গাছ ডাক দিয়ে কয়
আয়রে গাছি আয়,
রসের হাঁড়ি বেঁধে দিবি-
আমার এ গলায়।
রসে রসে ভরে দেবো যতো মনের সাধ
রসে ভরা পিঠে খাবি ভুলে অবসাদ।
পাটালি আর রস বানিয়ে
ভরবি তোদের ঘর,
চিড়ে মুড়ির সঙ্গে খাবি
তোর যখন অবসর।
বিষ্টিধারার মতো কিছু গাছের পাতা ঝরে
বসন্ত যে কাছাকাছি সেতো মনে পড়ে।
কুয়াশার ঘোমটা পরে
থাকে হিম সকাল,
ভীষণ শীতে বুড়োবুড়ির
দৃশ্যটা বেহাল!
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আইএ