আমের দেশে জামের দেশে
এলো ঝরো হাওয়া,
আম কুড়িয়ে জাম কুড়িয়ে
চলছে মজার খাওয়া।
চলছে মজার খাওয়া কত
চলছে হুটোপুটি,
আম কুড়াতে ছেলের দল
খাচ্ছে লুটোপুটি।
খাচ্ছে লুটোপুটি সবে
এ পড়ে ওর গায়ে,
আমের ছড়া, জামের ছড়া
পড়ছে ছিড়ে গায়ে।
পড়ছে গায়ের পরে কত
আমপাতা জামপাতা,
হৈ-হুল্লোর চলছে সবার
জড়িয়ে লতাপাতা।
লতাপাতা জড়িয়ে খেলে
খোকা খুকুর দল,
আম কুড়ানো নয়তো যেন
চলছে কোলাহল
চলছে কোলাহল দেখো
নামছে খুশির ঢল,
এমন মধুর দেশটি আর
কোথায় পাবি বল!