ঢাকা: চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বায়ান্নোর ২১শে ফেব্রুয়ারি প্রাণ বিসর্জন দেয় এদেশের বীর সন্তানেরা।
বাংলাকে রাষ্ট্রভাষা করতে যারা নিজের প্রাণ দিয়েছেন সেসব শহীদ স্মরণে ফেব্রুয়ারি মাসে ইচ্ছেঘুড়িতে থাকছে ধারাবাহিক বিশেষ আয়োজন-
আবদুল জব্বার
আবদুল জব্বারের জন্ম ১৯১৯ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের পাঁচুয়া গ্রামে। ছেলেবেলায় খুব একটা লেখাপড়া করেননি তিনি। কৈশরে বাড়ি থেকে পালিয়ে নারায়াণগঞ্জে আসেন। এরপর চাকরি নিয়ে চলে যান মায়ানমারে।
ভাষা আন্দোলন চলাকালীন ২০ ফেব্রুয়ারি আবদুল জব্বার তার শাশুড়িকে নিয়ে ঢাকায় আসেন। শাশুড়িকে হাসপাতালে ভর্তি করিয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র ব্যারাকে গফরগাঁও নিবাসী হুরমত আলীর কক্ষে (২০/৮) ওঠেন। ২১ ফেব্রুয়ারি আন্দোলনরত ছাত্র ও পুলিশের জোরদার সংঘর্ষ শুরু হলে কৌতূহলী জব্বার ঘরের বাইরে বেরিয়ে আসেন। সেসময় পুলিশের গুলিতে আহত হন তিনি।
ছাত্ররা জব্বারকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে অাজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসএমএন/এএ