বলতে পারো মা-
মেঘলা আকাশ কখন ওঠে হেসে?
মা বলেছেন, রোদ ছড়ালে সূর্য ভালোবেসে।
আমি বলি না মা না না।
এবার বলো মা-
গোমড়ামুখো কলাপাতা কখন তা থৈ নাচে?
মা বললেন, হাওয়া পরি থাকলে বুকের কাছে।
তুমি দেখি কিচ্ছু জানো না।
আচ্ছা বলো তো-
আমি কখন হাসতে পারি মুছে চোখের পানি?
জোছনা নামে বুকে মুখে মন সাজে ফুলদানি?
মা বললেন, জানি জানি কিন্তু গোপন কথা
বললে খুলে ভার কমবে কমবে সজীবতা।
কিচ্ছু তুমি জানো না
আকাশ রঙিন হয়ে হাসে
কলাপাতায় নাচন ভাসে
সাগর জলে ঢেউয়ের মেলা
আমার চোখে জোছনা খেলা
সব কিছু হয় আনন্দময়
উছল হাসির ফোয়ারা বয়
যখন তুমি মুখে টানো হাসির রেখা মা।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এএ