একাত্তরের সাতই মার্চে আঙুল তুললেন কে?
এক ভাষণে শক্ত আসন কাঁপিয়ে দিলেন কে?
কার আদেশে বীরবাঙালি যুদ্ধে নেমে গেল?
বাঙালিরা বুকে এতো সাহস কোথায় পেল?
কোথায় পেল এই প্রেরণা রক্ত দেবে ঢেলে?
বীরের মতো কোন মায়েরা যুদ্ধে দিল ছেলে?
কোন চেতনায় বীরের বেশে করেছিল ধুম লড়াই?
কোন সে তাপে উনুন থেকে লাফিয়ে পড়ে কড়াই?
কার আদেশে নয়টি মাসে স্বাধীন হলো দেশ?
কোন সে নেতার বজ্রধ্বনি তাড়ায় দুঃখ-ক্লেশ?
কার সে ভাষণ বাংলাদেশে আজও বহমান?
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
এএ
।