ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কাঁদলে চোখ দিয়ে পানি পড়ে কেন?

ইমরুল ইউসুফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১
কাঁদলে চোখ দিয়ে পানি পড়ে কেন?

চোখ দিয়ে আমরা দেখি। দুঃখের সময় কাঁদি।

কাঁদলে আমাদের চোখ দিয়ে পানি বের হয়। আবার অনেক সময় হাসলেও চোখ দিয়ে পানি বের হয়। এমন কেন হয়?

চোখের মধ্যে কতকগুলি নালী আছে। এসব নালীর মধ্যে কান্নার নালীও আছে। এটা ঠিক চোখের কোণায় থাকে। এই নালী সবসময় চোখকে ভেজা রাখে। কাঁদার সময় এই নালীতে বেশি পরিমাণ পানি এসে জমা হয়। আর অন্য নালী দিয়ে সেই পানি বের হয়ে আসে। এটাই চোখের পানি।

কখনো কখনো হাসলেও চোখ দিয়ে পানি পড়ে। এরও একটি কারণ আছে। হাসির সময় মাংসপেশী কন্নার নালীকে ছোট করে ফেলে। ফলে চোখের পানি বের হয়ে আসা শুরু করে। এ কারণেই কান্না ও হাসির সময় চোখ দিয়ে পানি বের হয়ে  আসে।

পেঁয়াজ থেকে এক ধরনের ঝাঁঝঁলো গ্যাস বের হয়। এই গ্যাস চোখে গেলে চোখ থেকে পানি আসে। কারণ চোখে অন্য কিছু লাগলেই চোখকে রক্ষা করার জন্য চোখ থেকে পানি বের হয়। এর ফলে চোখ ধুয়ে পরিষ্কার হয়ে যায়। ধোঁয়া লাগলেও একই ব্যাপার ঘটে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।