ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আমার বাবা | মীম নোশিন নাওয়াল খান

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
আমার বাবা | মীম নোশিন নাওয়াল খান

আমার একটা আকাশ আছে, সেথায় আমি ভাসি,
আমার একটা বাগান আছে যেথায় বসে হাসি।
আমার আকাশে সাদা মেঘ, রোদ-বৃষ্টির খেলা,
লাল-কমলা আবির মাখা রঙিন বিকেলবেলা।

আমার একটা আকাশ আছে, সেথায় আমি ভাসি,
আমার একটা বাগান আছে যেথায় বসে হাসি।
আমার আকাশে সাদা মেঘ, রোদ-বৃষ্টির খেলা,
লাল-কমলা আবির মাখা রঙিন বিকেলবেলা।


সেই আকাশে পাখি ওড়ে না, স্বপ্ন ছোটাছুটি,
বাগানজুড়ে ফুলের পাপড়ি, পাতার লুটোপুটি।
সেই বাগানে গোলাপ নেই, কিংবা গন্ধরাজ,
শুধুই সেথায় শিউলি- বকুল, বুনোফুলের সাজ।  

আমার একটা জগত আছে, ফুল-পাখিদের ভিড়,
সবুজ বনে শান্তিঘেরা ছোট্ট সুখের নীড়।
সেই জগতে ফুলরা হাসে, পাখিরা গান গায়,
শান্ত নদীর বুকে আমি দুলি ছোট্ট নায়।
নায়ে শুয়ে আকাশ দেখি, সুতো কাটা ঘুড়ি,
নদীর পাড়ে ফেলে যাওয়া কার- শিউলি তোলার ঝুড়ি।

আমার আছে অনেককিছু, সবচেয়ে আমি ধনী,
নাই বা থাকুক রত্ন দামি, হীরে কিংবা মণি।
আকাশ আছে, বাগান আছে, শান্ত নদীর পাড়,
একটা জগত শুধুই আমার, আছে বা তা কার?
কিন্তু তবু আমার আছে বেশি কিছু এরচেয়ে,
পূর্ণ আমার জীবন, আমি সুখী তাকে পেয়ে।
আমার একটা বাবা আছে, জড়িয়ে তাকে থাকি,
সাবধানেতে বুকের ভেতর যত্নে তুলে রাখি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।