নিষিদ্ধ পল্লীতে বেড়ে ওঠা মেয়ে শিশু নীপা। মা’কে কাছে পাওয়ার আকুলতা তার সব সময়।
দেশের প্রচলিত সমাজ ব্যবস্থা নিয়ে নির্মিত ‘গঙ্গাযাত্রা’য় এমনি ভাবে ফুটে ওঠেছে শিশু নীপার চরিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বিশিষ্ট চলচ্চিত্রকার সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।
আর এই ‘গঙ্গাযাত্রা’ চলচ্চিত্রে নীপা চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০০৯ অর্জন করেছে শিশু শিল্পী সাবরিনা। পুরো নাম সৈয়দা অহিদা সাবরিনা। প্রথমবারের মতো সে অভিনয় করে, তাও আবার বাবার পরিচালিত চলচ্চিত্রে। রাজধানীর মহাখালীর সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের ৩য় শ্রেণীর শিক্ষার্থী সাবরিনা।
পুরস্কার পাওয়ার পর ইচ্ছেঘুড়ির কাছে সাবরিনা প্রকাশ করে তার অনুভূতি।
সাবরিনা বলে, ‘কাজটিতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। মুন্সিগঞ্জে আমি শ্যুটিং করতে গিয়েছিলাম। তবে এ ধরনের একটি চরিত্রে নিজেকে উপস্থাপন করতে পেরে আমি খুবই আনন্দিত। কারণ চরিত্রের শিশুটির মতোই নিষিদ্ধ পল্লীর শিশুরা কেবলই অধিকারবঞ্চিত হয়ে বেড়ে ওঠছে। ’
সাবরিনা আরও বলে, ‘পুরস্কার পাওয়ার পর আমার বাবা-মা’র সঙ্গে সঙ্গে স্কুলের বন্ধুরা শিক্ষক-শিক্ষিকারাও অনেক আনন্দিত। ’
ভবিষ্যতে আরও অভিনয় করবে কী না? এই প্রশ্নের উত্তরে সাবরিনা বলে, ‘ভালো কাজের সুযোগ পেলে অবশ্যই করবো। তবে পড়াশোনায় আমাকে ভালো করতেই হবে। পড়াশোনার পাশাপাশি আমি অভিনয় চালিয়ে যেতে চাই। ’
সাবরিনার বাবা ও গঙ্গাযাত্রার পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড ইচ্ছেঘুড়িকে বলেন, ‘সাবরিনা পড়াশোনায় ভালো। আমরা তাকে অনেক স্বাধীনতা দিয়েছি। পড়াশোনার পাশাপাশি ও ভালো কাজগুলো করলে আমারা আরো বেশি খুশি হবো। তবে পড়াশোনাকেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। ’