ঢাকা, মঙ্গলবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কী যে হবো? | নাজিয়া ফেরদৌস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
কী যে হবো? | নাজিয়া ফেরদৌস

কী যে হবো সারাদিন বসে বসে ভাবি,
মা শুধুই ডেকে যান খোকা আয়, খাবি।
ডাক্তার হবো নাকি?...

কী যে হবো সারাদিন বসে বসে ভাবি,
মা শুধুই ডেকে যান খোকা আয়, খাবি।
ডাক্তার হবো নাকি?
সারাদিন কাটাকাটি- কাট কাট কাট।


নাকি ইঞ্জিনিয়ার!
যন্ত্র নিয়ে শুধু খুট খাট খাট?
নাকি হবো শিক্ষক
নাকে মোটা চশমায়
রাগি রাগি ভাব!
মিডিয়ায় যাবো নাকি
এই দেশে নায়কের বড়ই অভাব!
কী যে হবো ধুর ছাই, ভাবি বহু বার,
খোকা হয়ে থাকাটাই আগে দরকার।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।