ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ওদের কথাও ভাবতে হবে

আসমাউল হোসনা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১১
ওদের কথাও ভাবতে হবে

শিশুরা বরাবরই বিনোদন প্রিয়। ঈদ যেন শিশুদের আনন্দ উদযাপনের প্রধান দিন।

ঈদের দিন ধনী গরীব সকল শিশু যতটা সম্ভব আনন্দে থাকার চেষ্টা করে।

ধনী শিশুরা যেমন ঈদ উপভোগ করে ঠিক তেমনি গরীব শিশুরাও ঈদ উদভোগ করতে চেষ্টা করে। যদিও তারা ইচ্ছেমতো সব পায় না, তবুও যেটুকু পায় সে টুকুতেই খুশি।

শিশুদের মনঘুড়ি যেন ছুয়ে দিতে চায় আকাশ। তাদের ঈদের আনন্দ যেন ফুরাবার নয়। শিশুরা সারাদিন কাটায় আনন্দ উৎসবে। সকাল হতেই ছুটে চলে সেলামীর খোঁজে। কিছু টাকা পেলেই শুরু হয়ে যায়  বিনোদন। রিকসা দিয়ে ঘুরে বেড়ানো, ভাল খাবার খাওয়া, পার্কে যাওয়া কোন কিছুই বাদ যায় না।

ঈদের দিনটিতে গ্রাম-গঞ্জের অভাবী শিশুরা এতটা সুযোগ না পেলেও কেউ হতাশ হয় না কেন না ঈদের দিনটি তারা উদযাপন করে নিজ ইচ্ছেমতো। সকালে গোসল করে নামাজ পরে তারা খেলতে বের হয় কিংবা চলে যায় মেলায়।

ঈদের দিন টেলিভিশনের অনুষ্ঠানমালা কোনটাই বাদ যায় না তাদের।   ঈদের দিনে পথে পথে দেখা যায় হাসি হাসি মুখ। প্রতিটি শিশুর মনে যেন আনন্দের জোয়ার আসে। যা কোন দিন ফুরাবার নয়। ছিন্নমূল ও অভাবী শিশুরা যে ঈদ করে না, তা কিন্তু নয়। ঈদে তারা যথাসম্ভব খুশি থাকতে চেষ্টা করে। সাধ পুরণ না হলেও তারা খুশি। এটাই বা কম কি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।