ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ইঁদুর-বিড়ালের শত্রুতা | সুমন বিশ্বাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
ইঁদুর-বিড়ালের শত্রুতা | সুমন বিশ্বাস ইঁদুর-বিড়াল। ছবি: সংগৃহীত

এক ছিল কুকুর আর এক হুলো বিড়াল
দু’জনে মিলে তারা বুনেছিল জাল।
কুকুরে বোঝেনি হায়! বিড়ালের ফন্দি;
নিজেদের বোনা জালে কুকুর হলো বন্দি।

এক ছিল কুকুর আর এক হুলো বিড়াল
দু’জনে মিলে তারা বুনেছিল জাল।
কুকুরে বোঝেনি হায়! বিড়ালের ফন্দি;
নিজেদের বোনা জালে কুকুর হলো বন্দি।


তারপর শুরু হলো কুকুরের কান্না,
সহসা ইঁদুর এসে বলে- ভাই, কেঁদো না।
আমি আছি, ভয় কিসে, জাল দেব কেটে;
অবশেষে মুক্তি সারাদিন খেটে।
অতঃপর-
কুকুর করিল তাড়া বিড়ালের পিছে,
বিড়াল উঠিল ভয়ে উঁচু এক গাছে।
নামিল না সে আর-যতক্ষণ দাঁড়ানো কুকুর
সেই থেকে ইঁদুর হলো বিড়ালের শত্তুর।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।