উলের আশগুলি বাতাস আটকে রাখতে পারে। মানে বাতাস কুপরিবাহী।
এজন্য যখন আমরা উলের সোয়েটার, চাদর বা মাফলার পরি তখন আমাদের শরীর গরম থাকে। শীত লাগে না। তাই উলের পোশাক কেবল শীতকালেই পরা হয়।
উলের আরও একটি বিশেষ গুণ এটা বাতাসের আর্দ্রতা শুষে নিতে পারে । একটি হিসাবে দেখা যায়, এককেজি উল প্রায় ১২৫ মিলিমিটার জীয় বাষ্প শুষে নেওয়ার ক্ষমতা রাখে। এ কারণে উল শরীরের ঘাম শুষে নিয়ে শরীরে উত্তাপ তৈরি করে।
আর এই উলের প্রধান উৎস কি জানো? ভেড়া বা ভেড়া জাতীয় কিছু প্রাণী থেকে সংগ্রহ করা হয় উল।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এএ