মানব শরীরের কিছু মৃত কোষ দিয়ে গঠিত হয় হাত-পায়ের নখ। নখ তৈরির উপাদানে থাকে কেরাটিন।
আঙুলের চামড়ার ভেতরেই নখের ভিত্তি। নখের নিচে যে চামড়া থাকে তা শরীরের অন্য অংশের চামড়ার মতোই। পার্থক্য হলো এ চামড়ায় রয়েছে এক ধরনের নমনীয় তন্তু।
এই তন্তুর সাহায্যেই নখ আটকে থাকে। একই সঙ্গে নির্দিষ্ট স্থানে থাকে সব নখ।
মূল কথা হলো মৃত কোষ দিয়ে তৈরি বলেই নখ কাটলে আমাদের ব্যথা লাগে না।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এএ