ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নখ কাটলে আমরা ব্যথা পাই না কেন?

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
নখ কাটলে আমরা ব্যথা পাই না কেন? নখ কাটলে আমরা ব্যথা পাই না কেন?

নখ মানব অঙ্গ-প্রত্যঙ্গের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু প্রাত্যহিক প্রয়োজনেই আমরা নখ কাটি। শরীরে একটি অংশ হলেও নখ কাটলে আমরা ব্যথা পাই না। কিন্তু কেন?

মানব শরীরের কিছু মৃত কোষ দিয়ে গঠিত হয় হাত-পায়ের নখ। নখ তৈরির উপাদানে থাকে কেরাটিন।

এটি আবার এক ধরনের মৃত প্রোটিন।

আঙুলের চামড়ার ভেতরেই নখের ভিত্তি। নখের নিচে যে চামড়া থাকে তা শরীরের অন্য অংশের চামড়ার মতোই। পার্থক্য হলো এ চামড়ায় রয়েছে এক ধরনের নমনীয় তন্তু।

এই তন্তুর সাহায্যেই নখ আটকে থাকে। একই সঙ্গে নির্দিষ্ট স্থানে থাকে সব নখ।

মূল কথা হলো মৃত কোষ দিয়ে তৈরি বলেই নখ কাটলে আমাদের ব্যথা লাগে না।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।