পুতুল
জরির পুতুল, মাটির পুতুল, কাঠের পুতুল ভাই,
বলল খুকু- এবার আমার পানির পুতুল চাই।
মা বললেন- পানির পুতুল যায় কি খুকু গড়া?
কাচের পুতুল এনে দেব চুমকি দিয়ে ভরা।
এবার খুকু করল অভিমান!
মায়ের মনে লাগলো ভীষণ টান।
মা বললেন- পানির পুতুল দেখবি যদি আয়
পুকুর ধারে দাঁড়িয়ে খুকু পানির দিকে চায়।
ওই যে দেখ- পানির পুতুল, টুকটুকে লাল মুখ
যায় না ধরা, যায় না ছোঁয়া, দেখেই শুধু সুখ।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘন্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।