ম দিয়ে হয় ‘মা’ মধুনাম, ম দিয়ে হয় ‘মেয়ে’
আর কি আছে এই জগতে মা ও মেয়ের চেয়ে !
যখন ছিলাম ছোট্ট শিশু মা জড়াতেন বুকে -
মায়ের গায়ের গন্ধ পেলে মন হারাতো সুখে ।
কী জাদু যে মায়ের মধু ‘খোকন-খোকন’ ডাকে;
মা ছাড়া আর এতো আপন ভাববো বলো কাকে !
যখন হলাম বড়ো, তখন মা থাকলে দূরে-
ঘুম ভেঙে যায় ‘বাবা-বাবা’ মেয়ের মধু সুরে ।
বাইরে থেকে ফিরলে ঘরে মেয়েই আসে ছুটে-
কচি হাতের পরশ পেলে ক্লান্তিও যায় টুটে ।
অসুখ হলে মেয়ে যখন আদর বুলায় চুলে-
ঠিক মনে হয় মা-ই আমার মেয়ে হয়েছে ভুলে ।
মায়ের মাঝে পাই মেয়েকে, মেয়ের মাঝে মাকে;
মায়ের মতোই আদর মাখা মেয়ের ‘বাবা’ ডাকে !