এ কোন ঋতুর কাল-
সেতো বসন্তেরই কাল।
সবুজ শ্যামল পথ ছাড়িয়ে
রুগ্ন গাছের ডাল ঝাঁপিয়ে,
ঘোমটা পরা বউয়ের লাজে
আসলো এ কোন সাজে।
মন রাঙানোর কাল-
সেতো বসন্তেরই কাল।
শীতের বিদায় ঘণ্টা দিয়ে
কুয়াশারই মান ভাঙিয়ে,
কোকিল ডাকা সুরের তালে
আসলো বুঝি গাছের ডালে।
স্বপন দেখার কাল-
সেতো বসন্তেরই কাল।
শুকনো ডালে পাতা নিয়ে
গাছের নতুন জীবন দিয়ে,
হাওয়ার তালে ঢেউ তুলে
এলো সেজে ঋতুর কোলে।
কী অপরূপ কাল-
সেতো বসন্তেরই কাল!
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এএ