ঝরছে পাতা হাওয়ায় ভেসে
আনন্দ বয় ঘরে,
সজীব সতেজ প্রকৃতিতে
অনাবিল সুখ ঝরে।
বন বনানীর কানন জুড়ে
ফুলের আত্মহারা,
মল্লিকা, জুঁই, শিমুল, পারুল
ফুটে জাগায় সাড়া।
কোকিল ডাকে কুহু কুহু
আগমনী সুরে,
আমের মুকুল, জামের মুকুল
পত্র-পল্লব জুড়ে।
রূপে-রঙে-গন্ধে ঋতুর
কি অপরূপ সাজ,
তাইতো বলে বসন্ততো
ঋতুর ঋতুরাজ।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এএ