ছোটবেলার ঈদের কথা আর নতুন করে কি বলবো, বলেছি বহুবার। প্রতিবারই স্মৃতিকাতর হয়ে পড়ি।
আমরা কখনোই পোশাক-পরিচ্ছদ, টাকা-পয়সা নিয়ে হুলুস্থুল করিনি। আনন্দটা ছিল মনে ও আত্মীয়তার বন্ধনে। দেখা যেত পোশাক-পরিচ্ছদ পাইনি, কিংবা কেবল একটা জামা পেয়েছি - এটিই ছিল বড় আনন্দের বিষয়। দামি কি কম দামি, সুন্দর কি অসুন্দর এটি নিয়ে ছিল না কোনো প্রতিযোগিতা।
নতুন সব সামগ্রী পেলেই খুশি, নয়তো কোন ঈদ হলো না এমন ধারণাটি ছিল না তখন। আমাদের সময় আনন্দ ছিল পণ্য নিয়ে নয়, ইচ্ছেমতো ঘুরে বেড়ানোর স্বাধীনতা!
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।