ঈদ মানে আনন্দ। এই আনন্দ ছোট বড় সবার মাঝে সমান প্রভাব ফেলে।
অপি
অপি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ৪র্থ শ্রেণীতে পড়ছে। ওর ঈদ ভাবনা একটু আলাদা। ঈদ খুব বেশি মজার বলে মানে হয় না ওর কাছে। কারণ ঈদের পুরো দিনটা ওকে বাসায় বসেই কাটাতে হয়। তাবে ঈদের দিন সেমাই খেতে অপির খুব মজা লাগে। এছাড়া সেলামীর ব্যাপারে অপির আগ্রহ অনেক। বড়দের কাছ থেকে ঈদের সেলামী নিতে ওর অনেক আনন্দ লাগে।
ফাহাদ
ফাহাদ রাইফেলস পাবলিক কলেজের উচ্চমাধ্যমিকের ১ম বর্ষের ছাত্র। ওর কাছে ঈদের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার মনে হয় কেনাকাটা। চাঁদ রাতে শপিং করতে ওর অনেক ভালো লাগে। এছাড়া ঈদের দিনের অনেকটা সময় ও পরিবারের সদস্যদের সাথে কাটাতে পছন্দ করে। বাকিটা সময় বন্ধুদের সঙ্গে আনন্দ করে কাটায়।
আফনান
ধানমণ্ডি গভ: বয়েজ স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র আফনান। ঈদের দিন আফনান সময় কাটায় ওর বন্ধুদের সঙ্গে। বন্ধুদের বাসায় যাওয়া, হই-চই করাকেই ঈদ বলে মনে করে আফনান। তবে কেনাকেটার ব্যাপারে এতো উৎসাহ নেই আফনানের। ঈদের দিন বড়দের কাছ থেকে সেলামী নেওয়া, মজার মজার খাবার খেয়ে কেটে যায় আফনানের ঈদ।