বাংলাদেশের হৃদয় জুড়ে
একটি ছবিই আঁকা
গরিব দুঃখীর মুখের হাসি
তারই স্বপ্ন মাখা।
পদ্মা মেঘনা যমুনার বুকে
সোনার তরী বেয়ে
আনলো ডেকে নতুন প্রভাত
অচিন গাঁয়ের নেয়ে।
সেই ছেলেটি এমন ছেলে
বাংলার ঘরে ঘরে
শুধু যে তার মুখের কথায়
দুর্গ তোলে গড়ে।
স্বপ্ন দেখতে সেই ছেলেটি
বাসতো বড়ই ভালো
সোনার বাংলা গড়বে বলে
ছিনিয়ে আনে আলো।
অগ্নিঝরা ৭১ এ
রেসকোর্স ময়দানে
শোনালো তার অমর কবিতা
মুক্তির গানে গানে।
সেই কবিতা শুনে সবার
ঘুম গেলো যে টুটে
প্রাণের দামে মুক্তিসেনা
আনলো এদেশ লুটে।
খোকা নামের সেই ছেলেটি
বঙ্গবন্ধু হয়
গরিব দুঃখী সবার হৃদয়
করেছিল জয়।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এএ