আষাঢ় এবং শ্রাবণ নিয়ে 'বর্ষা' হয়
মেঘের ফাঁকে রোদ হাসে যেই ফর্সা হয়।
ভাদ্র এবং আশ্বিন নিয়ে আসে 'শরৎ'
কাশফুলেতে লাগে খুশির পরত।
কার্তিক এবং অঘ্রাণে 'হেমন্ত'
ধানের শীষে ঢেউ কেমন তো!
পৌষ এবং মাঘ মাসেতে আসে 'শীত'
রাতের বেলায় হয় শেয়াল মামার গীত।
ফাল্গুন এবং চৈত্র নিয়ে 'বসন্ত'
পাখিরা খায় মধু এবং রস অন্ত।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এএ