চট্টগ্রাম: চট্টগ্রামে বিভাগীয় শিশু সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রোববার। এদিন সকাল ১১টায় নগরীর হোটেল ফেবার ইনে এ সম্মেলনের উদ্বোধন করেন চট্রগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম।
প্রধান অতিথির বক্তব্যে এম মনজুর আলম বলেন, ‘ধূমপান ও মাদকাসক্তির বিরুদ্ধে শিশু সাংবাদিকদের লেখনী সমাজে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে পারে। সাংবাদিকতার মাধ্যমে শিশুদের সৃজনশীলতার প্রকাশ ঘটছে। ’
শিশুদের সংবাদবিষয়ক বার্তা সংস্থা শিশু প্রকাশ আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এমএ সালাম, কোর্ট অব সেটেলেমেন্টের চেয়ারম্যান (জেলা জজ) মো: ইয়াসিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন শ্যামল, বাংলাদেশ টেলিভিশনের চট্রগ্রাম কেন্দ্রের বার্তা সম্পাদক নুরুল আজম পবন ও ইউনিসেফ প্রতিনিধি মো: কায়সার হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় শিশু সাংবাদিক সম্মেলন-২০১১- এর স্থানীয় সমন্বয়কারী মো: সাজ্জাদ হোসেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন শিশু প্রকাশের বার্তা সম্পাদক মো: শহিদুল ইসলাম। এতে চট্টগ্রাম বিভাগের ১১০ জন শিশু সাংবাদিক ও তাদের টিম লিডাররা অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১১