চলো ধনী-গরিব সবাই মিলে
যাবো ঈদগাহে,
পড়ব নামাজ এক কাতারে
কাঁধে কাঁধ মিলে।
আজ রাজা-প্রজা আমির-ফকির
নাইরে ভেদাভেদ,
প্রাণ মিলিবে প্রাণে আজি
রইবে না বিভেদ।
যারা পায় না জামা নাইরে খাবার
নিত্য অনাহারী,
তোমার জাকাত ফিতরা তাদের তরে
বিলাও দুহাত ভরি।
আজ ঈমানের পেয়ালা ভরে
তৌহিদের শরাব
পান কর হে বিশ্ববাসী
কেউ যেও না বাদ।
ওরে ভয় কিরে আর আছেন সবার
মোহাম্মদ মুর্শিদ।
সেই মুর্শিদের-ই পরশে এসে
হয়ে যাও মুরিদ।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এসএনএস