ঢাকা: ‘বিশ্বের সকল শিশু দূষণমুক্ত পরিবেশে বেড়ে উঠবে’ শ্লোগান নিয়ে বিশ্ব শিশু দিবস ২০১১ উপলক্ষ্যে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেছে বাংলাদেশ চিলড্রেন থিয়েটার ফেডারেশনের শিশুরা।
সোমবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিশু একাডেমির প্রধান ফটকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রদীব প্রজ্জলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি ও কথা সাহিত্যিক মইনুদ্দিন কাজল, শিশু সংগঠক বেগম মমতাজ রহমান, মৌসুমী মৌসহ ফেডারেশনের শিশুরা।
এর আগে দিবসটি উপলক্ষ্যে পথ নাটক ও যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ চিলড্রেন থিয়েটার ফেডারেশন।
যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় শিশুরা গ্রামের বধু, বাউল, শিশু শ্রমিক, ন্যায় মুর্তি, বায়ান্নে ভাষা শহীদসহ নানা সাজে সাজে।
এছাড়া, ফেডারেশনের উদ্যোগে আগামী ১৩ অক্টোবর থেকে তিনদিনব্যাপী শিশু উৎসবের আয়োজন করবে।
বিকাল ৪টায় বাংলাদেশ শিশু একাডেমি প্রঙ্গনে উৎসবের উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হক।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১১