ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বর্ষাকাল | আজিম হোসেন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
বর্ষাকাল | আজিম হোসেন বর্ষাকাল

কোথায় আমার হিজল তলার
বর্ষা কালের ফুল,
কোথায় আমার খেলার সাথীর
হারিয়ে যাওয়া দুল।

বর্ষা এলে কিশোর বেলায়
যাই হারিয়ে আবার,
হাঁটু জলে দল বেঁধে সব
গা ভেজাতাম সবার।

পুকুর-নদী ডোবা-নালায়
জল থৈ থৈ খেলা,
এক নিমিষে যাই হারিয়ে
ভাসিয়ে মনের ভেলা।

আকাশ জুড়ে মেঘের সারি
বৃষ্টি পড়ে টাপুর-টুপুর,
কোলাব্যাঙের ডাক শুনে ঐ
মন ছুটে যায় খুকুর।

পদ্ম ফোটা-শাপলা ফোটা
চির সবুজ দেশ,
এমন দেশের রূপটি ফোটে
বর্ষাকালেই বেশ।
ইচ্ছেঘুড়ি

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।