রাতে আকাশ কালো দেখায়, কারণ এসময় পৃথিবীর কাছাকাছি শক্তিশালী কোনো আলোর উৎস থাকে না। ওদিকে সূর্য পৃথিবীর সবচেয়ে কাছের শক্তিশালী আলোর উৎস হওয়ায় পেছনের নক্ষত্রগুলোকে দৃষ্টির আড়াল করে ফেলে।
এবার প্রশ্ন দিনের বেলা সূর্যের উপস্থিতিতে আকাশকে নীল দেখায় কেন? তার আগে জানতে হবে সূর্যের আলোর রং কী? সূর্যের আলো সাদা রঙের। তবে বিজ্ঞানী আইজ্যাক নিউটনের পরীক্ষা-নীরিক্ষার মাধ্যমে আমরা জানতে পারি, সূর্যের এই সাদা রং সাতটি ভিন্ন ভিন্ন রঙের আলোর সমন্বয়ে সৃষ্টি।
এই সাতটি রঙের আলোর প্রতিটির তরঙ্গদৈর্ঘ্যের মান আলাদা। লাল। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম।
পৃথিবীর চারপাশের বায়ুমণ্ডলে রয়েছে ভাসমান ছোট ছোট ধূলিকণা। সূর্যের আলো পৃথিবীতে আসার পথে এই ধূলিকণা দ্বারা বিচ্ছুরিত হয়। আর নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ায় বায়ুমণ্ডলের ধূলিকণায় এই আলো সবচেয়ে বেশি বিচ্ছুরিত হয়। তাই দিনের বেলা আকাশকে নীল দেখায়।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এনএইচটি/এএ