শামসুল আলমের ৫৫তম জন্মদিন উপলক্ষে ১৫ সেপ্টেম্বর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে একটি আনন্দানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন জন্মোৎসব উদযাপন পরিষদের সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইমদাদুল হক মিলন, রবিউল হুসাইন, কাজী রোজী, নাসির আহমেদ, মোহাম্মদ রফিকউজ্জামান, আলী ইমাম, আমীরুল ইসলাম প্রমুখ।
লেখকের বইগুলোর মধ্যে রয়েছে- আমার মনের আকাশ জুড়ে, হেসে ফাটে দম, আব্বুর ফিরে আসা, দাঁড়াবার পা কোথায়, স্বপ্নভূমি, চমক দেব ধমক দেব, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের খসড়া, সমকলম, সমকবিতা, নির্বাচিত গল্প, ছড়াসমগ্র, কিশোর কবিতা সমাহার, কিশোর গল্প সমাহার প্রভৃতি।
স ম শামসুল আলম বেশ কিছু সংগঠন থেকে সংবর্ধনা-সম্মাননা পেয়েছেন। তিনি শিশু-কিশোর সংগঠন আনন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি।
বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
এএ