‘মুক্তিযোদ্ধারা যে মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছেন তা নতুন প্রজন্মকে বাস্তবায়ন করতে হবে। স্বাধীনতার ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, ‘সত্য বলার এবং লেখার অভ্যাসটা এখনই করতে হবে। সত্য বলতে হবে। সুপথে চলতে হবে। তবেই ভালো মানুষ হতে পারবে। ’
সোমবার ময়মনসিংহ শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপি এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) পরিচালিত সংবাদ সংস্থা ‘শিশু প্রকাশ’ এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলন ঢাকা বিভাগের ৬টি জেলার অর্ধ শতাধিক শিশু সাংবাদিক অংশ নেয়।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইত্তেফাকের নেত্রকোণা প্রতিনিধি শ্যামল, কালের কণ্ঠের শেরপুর প্রতিনিধি হাকিম বাবুল, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ইচ্ছেঘুড়ি বিভাগের সম্পাদক আরিফুল ইসলাম আরমান প্রমুখ।
সম্মেলনে সভাপতিত্ব করেন শিশু প্রকাশের বার্তা সম্পাদক মো: শহিদুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১১