শুরু হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ কর্মশালা-২০১১। কর্মশালায় অংশ নিয়ে তুমিও হতে পারো একজন খুদে চলচ্চিত্র নির্মাতা।
কর্মশালায় চলচ্চিত্র নির্মাণে তোমাদের প্রশিক্ষণ দেবেন দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতারা। আর প্রশিক্ষণ নিয়ে তোমরা ২০-২৫ মি. দৈর্ঘ্যরে একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সুযোগ পাবে।
তবে যাদের বয়স ১২-১৬ বছরের মধ্যে তারাই কেবল এই কর্মশালায় অংশ নিতে পারবে। ১০ জন ছেলে এবং ১০ জন মেয়ে শিশু নিয়ে সর্বমোট ২০ জন শিশুকে কর্মশালার জন্য নির্বাচিত করা হবে। নির্বাচনের ক্ষেত্রে শিশুদের সৃজনশীল লেখা, চলচ্চিত্র ও শিশুতোষ অনুষ্ঠান নির্মাণে আগ্রহকে প্রধান্য দেওয়া হবে।
তোমরা যারা এই কর্মশালায় অংশ নিতে চাও তাদেরকে আগামী ০৫ অক্টোবর বিকেল ৪টার মধ্যে শিশু একাডেমির গ্রন্থাগার থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১