ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

হতে চাও চলচ্চিত্র নির্মাতা

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১
হতে চাও চলচ্চিত্র নির্মাতা

শুরু হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ কর্মশালা-২০১১। কর্মশালায় অংশ নিয়ে তুমিও হতে পারো একজন খুদে চলচ্চিত্র নির্মাতা।

তোমাদের জন্য ৪র্থ বারের মত এই কর্মশালার আয়োজন করছে বাংলাদেশ শিশু একাডেমি।

কর্মশালায় চলচ্চিত্র নির্মাণে তোমাদের প্রশিক্ষণ দেবেন দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতারা। আর প্রশিক্ষণ নিয়ে তোমরা ২০-২৫ মি. দৈর্ঘ্যরে একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সুযোগ পাবে।

তবে যাদের বয়স ১২-১৬ বছরের মধ্যে তারাই কেবল এই কর্মশালায় অংশ নিতে পারবে। ১০ জন ছেলে এবং ১০ জন মেয়ে শিশু নিয়ে সর্বমোট ২০ জন শিশুকে কর্মশালার জন্য নির্বাচিত করা হবে। নির্বাচনের ক্ষেত্রে শিশুদের সৃজনশীল লেখা, চলচ্চিত্র ও শিশুতোষ অনুষ্ঠান নির্মাণে আগ্রহকে প্রধান্য দেওয়া হবে।

তোমরা যারা এই কর্মশালায় অংশ নিতে চাও তাদেরকে আগামী ০৫ অক্টোবর বিকেল ৪টার মধ্যে শিশু একাডেমির গ্রন্থাগার থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।