নদীর জলে নীলের ছোঁয়া
কী অপরূপ লাগে,
রংধনু রং ঝিলিক দিয়ে
মনটা কেমন জাগে।
আকাশ বাতাস ভরে আছে
পাখ-পাখালির সুরে,
ফুলে ফুলে মৌমাছি
আর প্রজাপতি ওড়ে।
শাদা ও লাল শাপলা কনে
দীঘির জলে ভাসে,
ঋতুর রানি শরৎ বুঝি
এমনি করেই আসে।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৭
এএ