ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

একটি ছেলে | মাহফুজুল আলম খান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
একটি ছেলে | মাহফুজুল আলম খান একটি ছেলে | মাহফুজুল আলম খান

একটি ছেলে দু'চোখ মেলে
স্বপ্ন পোষে বুকের ভেতর;
একটি ছবির।

ছবিতে কি; জানো?
দোয়েল আছে।
ময়না, শ্যামা,কোয়েল আছে,
ঝর্ণাধারা, পাহাড় আছে
নদীর কলতানও।



সেই ছবিটির মানুষগুলো-
উঠোন কোণে স্বপ্ন বুনে;
দুঃখ সুখের আলপনাতে
এক একটি দিন গুনে।

স্বপ্ন-পোষা সেই ছেলেটি
স্বপ্ন আঁকে আরো, 
আনবে ডেকে সুখের পাখি
দুখ্ রবে না কারো।

একদিন এক আঁধার রাতে-
ছবির রাজ্য উঠল কেঁপে, 
হায়েনার উৎপাতে।
মরল মানুষ ঝাঁকে ঝাঁকে
রক্ত নদীর বাঁকে।

হঠাৎ শুনে;
সেই ছেলেটির ডাক,
মরার ভেতর সুখ খুঁজে নেয়
বীরপুরুষ এক ঝাঁক।  

লড়াই ভীষণ লড়াই,
ছবির মায়ায় কবির মায়ায়
রক্ত কেবল গড়াই।
রক্ত লালের শক্ত ভিতে,
সেই ছবিটির ফ্রেম-
আঁকড়ে রাখে,স্বপ্নে আঁকে আরো।

কিন্তু জানে কারা?
ছবির ভেতর ওৎ পেতে রয় নতুন হায়েনারা!
স্বপ্ন-ছবি, ছবির কবি
সব-ই হলো শেষ,
সেই ছেলেটির স্বপ্ন-ছবিই
আমার বাংলাদেশ। ।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
এএ

.

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।