আমরা আকাশের দিকে তাকালেই দেখি নীল রঙে ছেয়ে আছে সারা আকাশ। আমরা সবাই জানি, আকাশের রঙ নীল।
আমাদের পৃথিবী বাতাস দিয়ে ঘেরা। বাতাসের এই ঘেরা আবরণকে বলে ‘বায়ুমণ্ডল’। বায়ুমণ্ডলে থাকে অনেক গ্যাস, ধূলিকণা ও পানিকণা। সূর্যের আলো এই বায়ুমণ্ডল ভেদ করে আমাদের কাছে আসে। এসব ধূলিকণা পানিকণার ওপর পড়লে এরা চারদিকে আলো ছড়িয়ে দেয়। আমরা তখন চারদিকে আলো দেখতে পাই।
সূর্যের আলোয় থাকে ৭টি রং। এগুলো হলো-বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। পৃথিবীতে আলো আসার সময় বাতাসের সাথে সংঘর্ষ হয়। এতে বেগুনি, নীল ও আসমানি রঙ বেশি ছড়িয়ে পড়ে। তবে লাল রঙটা সবচেয়ে কম ছড়ায়।
তাই আমরা যখন আকাশের দিকে তাকাই, তখন বেগুনি, নীল, আসমানির আলোগুলো মূলত আমাদের চোখে এসে পড়ে। আর এই তিন রঙ মিশে যে রঙটা হয়, সেটাও দেখতে প্রায় নীল। আর একারণেই আকাশের রঙটা আমাদের কাছে নীল বলে মনে হয়।