ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মজার বিজ্ঞান: পানি বাঁকানোর যাদু

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৭
মজার বিজ্ঞান: পানি বাঁকানোর যাদু মজার বিজ্ঞান: পানি বাঁকানোর যাদু

টেলিভিশনে বা মঞ্চে ম্যাজিশিয়ানদের যাদু দেখতে কার না ভালো লাগে? নিজে কিছু যাদু শিখে রাখলেও কিন্তু মন্দ হয় না। দু-একটা যাদুর খেলা শিখে তা দেখিয়ে বন্ধুদের আক্কেল গুড়ুম করার আনন্দই আলাদা। 

এদিকে বিজ্ঞান বিষয়টা মজার হলেও কখনো কখনো তা কিছুটা জটিল এবং একঘেঁয়েমি মনে হয়। তাই বিজ্ঞান নিয়ে আলোচনার আগে শিখে নেই খুব সহজ একটা যাদু।

যাদুর নাম, পানি বাঁকানোর যাদু।

উপকরণ: একটা নাইলনের চিরুনি

যা করতে হবে: 
১। চিরুনি দিয়ে নিজের শুকনো চুল একমিনিট ধরে ভালো মতো আঁচড়াও।
২। এরপর কলের পানি এমনভাবে খুলে দাও, যাতে পানিটা খুব অল্প পরিমাণ চিকন ধারায় পড়তে থাকে।
৩। এরপর চিরুনিটা পানি প্রবাহের কাছাকাছি আনতে হবে।
৪। দেখা যাবে পানির প্রবাহ বিস্ময়করভাবে চিরুনির দিকে বেঁকে যাচ্ছে (ছবির মতো)।

বাড়তি পরামর্শ: এই যাদু শুষ্ক আবহাওয়ায় ভালো কাজ করবে। একই কারণে আঁচড়ানোর সময় চুলও শুষ্ক হওয়া চাই।

যে কারণে এমনটা ঘটে:
এখন আমরা জানবো পানিরপ্রবাহ এভাবে বেঁকে যাওয়ার পিছনে লুকনো বিজ্ঞান। যখন দুটো বস্তুকে একে অপরের সঙ্গে ঘষাঘষি করা হয়, তখন এক বস্তুর মধ্যে থাকা ইলেকট্রন অপর বস্তুতে গমন করে।  

এর আগে একটু জেনে নেওয়া যাক এই ইলেকট্রন সম্পর্কে।  

চিত্র: বস্তু ও পরমাণুর গঠন।  চুল থেকে চিরুনিতে ইলেকট্রন গমন ও নেগেটিভ চার্জ উৎপাদন।
বস্তু বা পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু। আর প্রতিটা পরমাণু গঠিত হয় তিনটি মৌলিক কণিকা দ্বারা। এরা হলো ইলেকট্রন, নিউট্রন ও প্রোটন। যে বস্তুতে ইলেকট্রন গমন করে সে বস্তু নেগেটিভ চার্জ অর্জন করে। আর যে বস্তু থেকে ইলেকট্রন ছিটকে যায়, সে বস্তু পজিটিভ চার্জ অর্জন করে।  

নেগেটিভ ও পজিটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাই আঁচড়ানোর পর চুল চিরুনিকে আকর্ষণ করবে। একইভাবে চিরুনি পানির প্রবাহকেও আকর্ষণ করবে, কারণ পানির প্রবাহ ইলেকট্রিকাল চার্জ বহন করে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।