ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ভূতের ছড়া | জোবায়ের মিলন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
ভূতের ছড়া | জোবায়ের মিলন ভূতের ছড়া

ভালো ভূত

কেউ কি এমন ভূত দেখেছ
গায়ের রংটি সাদা
মাথায় কোনো শিং নেই
ছবির মতো বাঁধা?

কেউ কি এমন ভূত দেখেছ
মুচকি মুচকি হাসে
ঘন কালো রাতের বদল
ভোর সকালে ভাসে?

কেউ কি এমন ভূত দেখেছ
মায়ার ভরা বুক
আদর করে কথা বলে
লাল জামা টুকটুক?

আমার সাথে এমন ভূতের
দেখা হলো আজ
কাউকেই সে দেখায় না ভয়
উপকার তার কাজ।


ছোট্ট একটা ভূতু

চাঁদের ঘরে ছোট্ট একটা ভূতু
হাসে সারাক্ষণ
খুলে প্রাণ-মন
দিলে তারে একটু কাতুকুতু।

ঠোঁট নাড়িয়ে শুধু বলে কথা
যায় না বোঝা কিছু 
ঘোরে সবার পিছু
হাঁটতে গিয়ে পড়ে যথাতথা।

পেন্সিল ও বই যা কিছু পায় হাতে
আঁকে ইচ্ছে মতো
হাজার কিবা শতো
সঙ্গে পাতা ছেঁড়ার কাজে মাতে।

না পেলে তার খেলনা কোনো বল
দেয়াল ভরায় লিখে
হাবিজাবি শিখে
চোখে মুখে হাসিটা সদাই টলমল।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।