আমরা করবো জয় একদিন। জয় আসবেই।
দিনটিকে ঘিরে প্রতিবারই আমাদের দেশে সরকারি-বেসরকারিভাবে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু হতাশার কথা হচ্ছে আজও আমাদের দেশের শিশুরা তাদের মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত। প্রতিদিন হাজারো শিশু অর্ধাহারে, অনাহারে রাতে ঘুমাতে যায়।
জাতিসংঘ শিশু অধিকার সনদের প্রথম স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম দিকে থাকলেও দেশের মোট শিশুর বড় একটি অংশ শিশুশ্রমের সঙ্গে যুক্ত।
আর তোমরা যারা সুবিধাপ্রাপ্ত শিশু, তারাও কি পাচ্ছো প্রাপ্য অধিকার? পড়াশোনার চাপে ইট-কাঠের শহরে তাদের নি:শ্বাস কেবলই বন্ধ হয়ে আসে। চারদিকে কেবলই বাড়ি আর বাড়ি। কোথাও নেই একটু খেলার মাঠ।
এভাবে আর কতদিন চলবে? শিশুরা এমনই ভাবে অধিকার বঞ্চিত থেকে যাবে? বিশ্ব শিশু দিবসে আমাদের প্রত্যাশা শিশু অধিকারময় বাংলাদেশ।