বাংলাদেশ শিশু একাডেমী ও জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের যৌথ উদ্যোগে মঙ্গলবার জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘শিক্ষা, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি; নিশ্চিত করবে কন্যাশিশুর অগ্রগতি।
দিবসটি উদযাপন উপলক্ষে সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে বাংলাদেশ শিশু একাডেমী পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে শিশু একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক-উল-ইসলাম, প্ল্যান-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জাহিদ হোসেন, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার, বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১১