ঝিক-মিক-ঝিক তারার ঝিলিক হাজার তারা জ্বলে
শুনতে কি চাও এই তারারা ডাক দিয়ে কি বলে?
আপন আপন কোন আলাপন করছে এসব তারা
যায় না শোনা কোন সে তাদের নীরব সুরের ধারা?
ঝল-মল-ঝল সূর্য উজল জগৎ করে আলো
এক নিমিষে দেয় সরিয়ে রাতের আঁধার কালো।
জানতে কি চাও সূর্য তখন ডাক দিয়ে কি বলে?
জানতে কি চাও সূর্য কেন রঙ ছড়িয়ে চলে?
বলছে সুরুজ বলছে তারা আমরা ছড়াই আলো
যাতে করে তোমরা মানুষ থাকতে পার ভালো।
আমরা যেমন জীবন উজাড় করছি সেবার ব্রতে
তেমনি কাটুক তোমার জীবন খোদার ইবাদতে। ।