ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বাবুই শিশু সাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার পেলেন পাঁচজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
বাবুই শিশু সাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার পেলেন পাঁচজন বাবুই শিশু সাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার পেলেন পাঁচজন

ঢাকা: ‘শিশু সাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার ২০১৭’ ঘোষণা করেছে শিশু-কিশোর প্রকাশনা প্রতিষ্ঠান ‘বাবুই’। প্রথমবারের মতো শিশু সাহিত্যের পাঁচটি শাখায় এ পুরস্কার দেওয়া হবে।

এ বছর পুরস্কার পাচ্ছেন মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস শাখায় আবুল কালাম আজাদ, কিশোর উপন্যাস শাখায় শামস সাইদ, গল্প শাখায় স্নিগ্ধা আফসানা রোশনী, ছড়া শাখায় আহমাদ স্বাধীন এবং প্রবন্ধ/জীবনী শাখায় সৈয়দা আঁখি হক।

শিশু সাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার দিতে শিশু-কিশোর উপযোগী মৌলিক পাণ্ডুলিপি আহ্বান করেছিল বাবুই।

এ বছরের প্রতিযোগিতায় ২৮৯টি পাণ্ডুলিপি জমা পড়ে। কয়েক ধাপে বাছাই শেষে ৫টি পাণ্ডুলিপি নির্বাচিত হয়েছে। দেশের খ্যাতিমান সাহিত্যিকরা প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন।

বাবুই-এর স্বত্বাধিকারী কাদের বাবু জানান,  নির্বাচিত পাণ্ডুলিপিগুলো বই আকারে প্রকাশ করা হবে আগামী বছরের একুশে বইমেলায়। বই প্রকাশের পর অনুষ্ঠানের মাধ্যমে লেখকদের ক্রেস্ট, সম্মাননাপত্র ও লেখক সম্মানী বুঝিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।