পুকুর পাড়ে বসেছে মেলা
রং তামাশা কত খেলা
এক কোণায় নাগর দোলা
অন্য কোণায় লাঠি চালা।
পোঁ পোঁ করে বাঁশি বাজে
খোকা খুকু পুতুল সাজে
ছুটছে মেলায় ঘুরে ফিরে
বিজলী ঝিলিক অনেক দূরে।
ছোকড়া বুড়া বটের তলে
খেলছে সবাই তাস
মিনি মনি লুনা শফি
দেখছে কাঁচের হাঁস।
মিনির সাথে আছে বাবা
মনির সাথে মামা
ফ্যালফ্যালিয়ে লুনা তাকায়
ঝিকমিকিয়ে লাল জামা।