সিলেট: সিলেটে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় শিশু সাংবাদিক সম্মেলন-২০১১। সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এবং কিশোরগঞ্জ জেলার শিশু সাংবাদিকদের নিয়ে রোববার এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, সাংবাদিকতার মাধ্যমে শিশুদের সৃজনশীলতার প্রকাশ ঘটছে। একইসঙ্গে তারা আগামী দিনের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠছে। কলমের শক্তি ব্যবহার করে সমাজের দুঃখ-কষ্ট দূর করতে শিশু সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুণ উর রশীদ মোল্লা, মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আল আজাদ, দৈনিক সিলেটের ডাক’র সহকারী সম্পাদক সেলিম আউয়াল এবং ইউনিসেফের সিলেট বিভাগীয় সমন্বয়কারী এ. বি. এম তারিকুল আলম। স্বাগত বক্তব্য রাখেন শিশু প্রকাশের সহ-সম্পাদক শামসুন্নাহার বিনু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু সাংবাদিকদের রিপোর্টে অনেক সাফল্য-সম্ভাবনার কথা ওঠে এসেছে, স্থানীয় অনেক সমস্যার সমাধানও হয়েছে। এটি অনেক আশার কথা। আশাকরি ভবিষ্যতে এই শিশুরা সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখবে।
সম্মেলনে ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) পরিচালিত সংবাদ সংস্থা শিশু প্রকাশের ৭০ জন শিশু সাংবাদিক ও তাদের টিম লিডারা অংশ নেয়।
সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভা শেষে জেলা পরিষদ মিলনায়তন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১১