ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

রসের সাথে আড়ি | খোন্দকার শাহিদুল হক

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
রসের সাথে আড়ি | খোন্দকার শাহিদুল হক প্রতীকী ছবি

তোর কি সেটা মনে আছে ঐ যে সেদিন রাতে
গেলাম দুজন রস চুরিতে রমেশ দাদার সাথে?
খেজুর রসে ধুতরাগোটা কেউ কি সেটা জানতো
তাহলে কি রস খেতে আর দাদাই সাথে আনতো?

রস খেয়ে তো পাগল হয়ে পড়তে হলো ধরা
রমেশ দাদার কাণ্ড সে কী ! ভাবলো লোকে মরা।
আমার দশা আরও খারাপ মারের ভীষণ জ্বালা
বাবার হাতে পিটুনি খেয়ে জীবন ঝালাপালা।


সেই থেকে আর রসের কথা তোর কি মনে পড়ে?
শুনেছিলাম চড় খেয়ে তোর দাঁতগুলো সব নড়ে!
এবার আবার শীত এসেছে ঝুলতে গাছে হাঁড়ি
লোভ হলে হোক আর খাবো না রসের সাথে আড়ি।

ichchheghuriবাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।