ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ২৯ সংবাদকর্মী ও লেখক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১
মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ২৯ সংবাদকর্মী ও লেখক

ঢাকা: গণমাধ্যমে শিশু অধিকারকে তুলে ধরার জন্য ২৯ সংবাদকর্মী ও লেখককে ৭ম মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০১১ প্রদান করেছে ইউনিসেফ। বৃহস্পতিবার দুপুরে ঢাকার অভিজাত একটি হোটেলে বিভিন্ন ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।



অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্যারল ডি রয়, যাদুশিল্পী ও ইউনিসেফের শিশু অধিকার বিষয়ক অ্যাডভোকেট জুয়েল আইচ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শামীম রেজা প্রমুখ।

অনুষ্ঠানে ক্যারল ডি রয় বলেন, ‘বাংলাদেশের পূর্ণ সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে। শিশুদের জন্য বিনিয়োগ করতে হবে। ’

অ্যাওয়ার্ড প্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা শুধু শিশু অধিকারের বিষয়টি তুলে ধরেননি, শিশুদের মতামতকে নিয়ে এসেছেন সর্ব সাধারণের সামনে। ’

জুয়েল আইচ বলেন, ‘আমাদের দেশে এমন অনেক শিশুই আছে যারা কখনো দুধ খায়নি। শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের দেশের কুসংস্কার দূর করতে হবে। ’

প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে সৃজনশীলতা ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান স্মরণীয় করে রাখার জন্য ২০০৫ সালে ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড চালু করে। বাংলাদেশে শিশু ও প্রাপ্তবয়স্ক সবার কাছে জনপ্রিয় কার্টুন চরিত্র মীনার নামানুসারে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে।

আয়োজক সূত্র জানায়, এবারের ৭ম মীনা মিডিয়া অ্যাওয়ার্ডে প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমের চার শ’রও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। বয়স-ভিত্তিক প্রতিটি শ্রেণীর ১ম, ২য় ও ৩য় পুরস্কার অর্জনকারীদের যথাক্রমে ৫০,০০০ (পঞ্চাশ হাজার), ২৫,০০০ (পঁচিশ হাজার) ও ১৫,০০০ (পনের হাজার) টাকা নগদ পুরস্কার এবং একটি করে ক্রেষ্ট উপহার প্রদান করা হয়েছে।


বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।