প্রশ্ন হলো, এ ভবনটি কেন এমনভাবে হেলানো? ভবনটি কি এভাবেই বানানো হয়েছে? নাকি বানানোর পর কেউ বাঁকিয়ে দিয়েছে ভবনটিকে? আসলে, ভবনটি নির্মাণের আগে কেউ ভাবেনি তা এভাবে ঝুঁকে থাকবে।
ভবনটির নির্মাণ কাজ শুরু হয় ১১৭৪ সালে।
হেলতে শুরু করলে বেশ কিছুদিন এর নির্মাণ কাজ থেমে থাকে। অনেকদিন পর এর ডিজাইন কিছুটা পরিবর্তন করা হয়। এরপর হেলানো অবস্থাতেই বাকিটুকু নির্মাণ করা হয়।
পিসার টাওয়ারের নির্মাণ শেষ হয় ১৩৫০ সালে। আর তা নির্মাণের পর থেকেই অল্প অল্প করে হেলে চলেছে। গত ১০০ বছরে ভবনটি আরও ৩০ সেন্টিমিটার হেলেছে।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এনএইচটি/এএ