ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বসন্তের হাওয়া | সুমন বিশ্বাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
বসন্তের হাওয়া | সুমন বিশ্বাস প্রতীকী ছবি

বসন্তের লাগলো হাওয়া
রুক্ষ গাছের ডালে,
উঠলো নেচে হাসলো নতুন
পাতার অন্তরালে।

উঠলো ভরে ফুলে ফুলে
বন-বনানির শাখী,
কাব্য গাঁথে ছবি আঁকে
স্বপ্ন জোড়া আঁখি।
 
কোকিল ডাকে কুহু সুরে
ডাকে পাখি কত!
বিষাদী মন প্রশান্তি পায়
সুখে অবিরত।


 
দক্ষিণে বায় মনটা জুড়ায়
শীতল ক’রে গা,
আনমনে তাই গান গেয়ে যায়
তাইরে নাইরে না!

ইচ্ছেঘুড়িবাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।