রাত্রি গেছে মিমের বাড়ি
বৃষ্টি এবং অলিজা
ঠ্যাঙ ছড়িয়ে খাচ্ছে বসে
নানরুটি আর কলিজা।
দোলনা ছিঁড়ে ধুলায় লুটায় দোলন
নাদুস নুদুস কষ্ট তারে তোলন
হেইও বলে দুই পাশেরই টানে
দোলনমণি বাঁচল এবার জানে।
ছোট্ট খোকা কান মলে দেয় ছাগলের
সোহাগ কাটে সাটের হাতা পাগলের
পাগল ছিল ঘুমে
বস্তা গায়ে, নাক টানে তাই উমে।
ফিরে আসে বৃষ্টি এবং পলি
মুটু দিলু পাশ কেটে যায় চলি
চুলের বেণী লাগল নাকে; দোষ
সাবিনা তাই করছে যে ফোঁসফোঁস।
সামনে তাদের ধীর পায়ে যায় আশা
কোচর ছিল কাঠবাদামে ঠাসা
ঝগড়া রেখে হুমড়ি খেয়ে পড়ে
লুঠ করে নেয় সবাই একটি করে।